ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ কার্যক্রম উপলক্ষে রেজিস্ট্রেশন অফিসার ও সহকারী রেজিস্ট্রেশন অফিসার, সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ প্রদান।
রেজিষ্টেশন অফিসার ও সহকারী রেজিষ্ট্রেশন অফিসারদের কাজে তদারকী ও সমন্বয় সাধন ।
ভোটারদের ছবি তোলার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে খণ্ড কালীন ডাটা এন্ট্রি অপারেটর ও অন্যান্য কর্মচারীর নিয়োগ প্রক্রিয়া চুড়ান্তকরণ ও তাদের প্রশিক্ষন প্রদান ।
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে সিটি কর্পোরেশনের আওতাধীন ভোটার এলাকার রিভাইজিং অথরিটির দায়িত্ব পালন ।
ভোটার তালিকা প্রনয়নে জেলা ও উপজেলা/থানা নির্বাচন অফিসে বরাদ্দকৃকত অর্থের সমন্বয় ভউচার সমুহ আর্থিক বিধি অনুযায়ী নীরিক্ষাকরন এবং প্রধান কার্যালয়ে অগ্রায়ন ।
২। নির্বাচন সংক্রান্ত :
নির্বাচন কমিশনের নির্দেশমত বিভন্ন পর্যায়ের নির্বাচনে রির্টানিং অফিসারের দায়িত্ব পালন ।
সকল ধরনের নির্বাচনে বিভাগীয় নির্বাচন সমন্বয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন ।
জাতীয় ও স্থানীয় সংস্থাসমুহের নির্বাচনে জেলা ও উপাজেলা / থানা নির্বাচন অফিসারগনের কার্যক্রম মনিটরিং সমন্বয় করা।
বিভিন্ন নির্বাচেন নিয়োজিত রির্টানিং ও সহকারী রির্টানিং অফিসারদের প্রশিক্ষন প্রদান ।
TOT প্রশিক্ষনে জেলা /উপজেলা নিবাচন কর্মকর্তাদের প্রশিক্ষন প্রদান ।
জাতীয় ও অন্যান্য নির্বাচনে ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন প্রদান
জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বচন অনুষ্ঠানের নিমিত্তে জেলা ও উপজেলা /থানা নিবাচন কর্মকর্তা কর্তৃক প্রেরিত ভোট কেন্দ্রের তালিকা যাচাই পুর্বক নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করা ।
সকল নির্বাচনের ব্যলট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী জেলা ও উপজেলা অফিসে বিতরনের সমন্বয় সাধন
নির্বাচন কমিশনের সকল ধরণের নির্বাচন সংক্রান্ত আদেশ, নির্দেশ ও পরিপত্র জেলা ও উপজেলা নির্বাচন অফিসে সমন্বয় সাধন ।
জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রতিবেদন প্রেরন।
৩। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত :
জাতীয় পরিচয়পত্র উপজেলা / থানা পর্যায়ের প্রস্তত করণ, সংরক্ষণ ও বণ্টনের বিষয়ে সার্বিক তদারকী ও সমন্বয় সাধন ।
জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত প্রদান।
ডাটাবেইজে তথ্য সংরক্ষণের জন্য উপজেলা/থানাওয়ারী ডাটা এন্ট্রি অপারেটর ও অন্যান্য সাপোর্ট স্টাফের প্যানেল তৈরী ও সংরক্ষণ।
জাতীয় পরিচয়পত্র সংশ্লিষ্ট কার্যক্রমে বিভিন্ন দফতরের সহিত সমন্বয় সাধন।
স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সংক্রান্ত সকল কার্যক্রম তদারকি ও সমন্বয় সাধন।